শুক্রবার প্রায় আড়াই মাস লম্বা অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচটি খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। যেখানে অভিষেক করানো হয়েছে থাঙ্গারাসুই নাটরাজন ও ওয়াশিংটন সুন্দরকে, সিরিজে প্রথমবারের মতো নেয়া হয়েছে এক টেস্ট খেলা শার্দুল ঠাকুরকে। ফলে চলতি সিরিজে ভারতের মোট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ২০।
এছাড়া ব্রিসবেন টেস্টে ভারতের অন্য দুই বোলার হলেন নবদ্বীপ সাইনি ও মোহাম্মদ সিরাজ। যাদের সম্মিলিত টেস্টের সংখ্যা মাত্র ৩, উইকেট সিরাজের ৭ ও সাইনির ৪টি। অর্থাৎ ভারতের মূল পাঁচ বোলারের উইকেটসংখ্যা সবমিলিয়ে মাত্র ১১টি। এছাড়া টেস্টে রোহিত শর্মার উইকেট আছে ২টি।
যার মানে দাঁড়ায় ব্রিসবেনে ভারতের পুরো একাদশের উইকেটসংখ্যা মাত্র ১৩টি। অথচ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানের টেস্ট উইকেট সংখ্যাই ১২টি। স্বাগতিকদের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথের নামের পাশেও রয়েছে ১৭টি টেস্ট উইকেট। যা কি না পুরো ভারতীয় দলের চেয়ে বেশি।
সবমিলিয়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেন টেস্টের একাদশের মোট উইকেটসংখ্যা ১০৩৩টি। অর্থাৎ ভারতীয় দলের চেয়ে ১০২০টি বেশি উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম ঘটল এমন ঘটনা, যেখানে এক দলের রয়েছে ১ হাজারের বেশি উইকেট, আরেক দলের নেই ১০০ উইকেটও।
তবে দুই দলের উইকেটের সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড এটিই নয়। ২০০৫-০৬ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের অ্যাডিলেড টেস্টে ওয়েস্ট ইন্ডিজ একাদশের মোট উইকেট ছিল ২১৫টি। অন্যদিকে স্বাগতিকদের একাদশের সম্মিলিত উইকেট ছিল ১৫২১টি। যার মানে দুই দলের পার্থক্য ছিল ১৩০৬ উইকেটের।
এদিকে সিরিজের চার ম্যাচে ভিন্ন ভিন্ন ২০ জন খেলোয়াড়কে মাঠে নামিয়েছে ভারত। যা কি না টেস্ট ইতিহাসে রেকর্ড। বিদেশ সফরের টেস্ট সিরিজে এর আগে কোন দেশ ২০ জন ভিন্ন ক্রিকেটারকে মাঠে নামায়নি। এবার একের পর এক ইনজুরির মিছিলে বাধ্য হয়ে ২০ খেলোয়াড় নামিয়েছে ভারত। তাতেই হয়ে গেছে রেকর্ড।
এতদিন ধরে এ রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। তারা ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া অ্যাশেজ সিরিজের পাঁচ ম্যাচে মোট ১৮ জনকে খেলিয়েছিল ইংল্যান্ড। এছাড়া চার ম্যাচের সিরিজে এর আগে সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় মাঠে নামিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ (২০০৪) ও ইংল্যান্ড (১৯৮০-৮১)।
এদিকে চলতি সিরিজটিতে ভারতের মাত্র দুজন খেলোয়াড় চারটি টেস্টই খেলেছেন। তারা হলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা। এছাড়া বাকি ১৮ জন অন্তত এক ম্যাচের জন্য হলেও দল থেকে বাদ পড়েছেন কিংবা ইনজুরিতে ছিটকে গেছেন। আর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি গেছেন ছুটিতে।
সবশেষবার তিন বা তার বেশি ম্যাচের সিরিজে এমন হয়েছে ১৯৯৫ সালে। সেবার উইসডেন ট্রফির ছয় ম্যাচে ইংল্যান্ডের হয়ে সবকয়টিতে খেলেছেন শুধুমাত্র মাইক আদারটন ও গ্রাহাম থর্প। বাকি খেলোয়াড়রা অন্তত একটি ম্যাচ হলেও দলের বাইরে ছিলেন।
এসএএস/জিকেএস