দেশজুড়ে

ইউএনওর ওপর হামলা : রবিউলের বিরুদ্ধে চার্জগঠন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর শেখের ওপর হামলার মামলার একমাত্র আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জগঠন করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল এই চার্জগঠন শুনানি করেন। একই সঙ্গে তিনি এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় চিকিৎসা শেষে ওয়াহিদা খানম বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় সরকারি ডাকবাংলোতে ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এরপর এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ ও রিমান্ডে নেয়া হয়।

দুদফায় রিমান্ড শেষে ২০ সেপ্টেম্বর দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭ এর বিচারক ইসমাইল হোসেনের কাছে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম।

এমদাদুল হক মিলন/এসজে/এমএস