দেশজুড়ে

রাজবাড়ীতে ১১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

১৪ ফেব্রুয়ারি চতুর্থ দফা পৌর নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ পৌরসভায় মেয়র পদে আটজন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৩ ও কাউন্সিলর পদে ৮২ প্রার্থীসহ মোট ১১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (১৭ জানুয়ারি) মনোনয়ন দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা পৌর নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

রাজবাড়ী সদর পৌরসভায় চারজন মেয়র, ১২ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৫০ জন সাধারণ কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেন।

সদর পৌরসভার মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহম্মদ আলী চৌধুরী, আলমগীর শেখ তিতু (স্বতন্ত্র), বিএনপি মনোনীত জেলা বিএনপির আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন মিয়া, জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে এ রাজ্জাক মেরিন।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আটজন, ২নং ওয়ার্ডে চারজন, ৩নং ওয়ার্ডে তিনজন, ৪নং ওয়ার্ডে ছয়জন, ৫নং ওয়ার্ডে চারজন, ৬নং ওয়ার্ডে তিনজন, ৭নং ওয়ার্ডে ১১ জন, ৮নং ওয়ার্ডে ছয়জন ও ৯নং ওয়ার্ডে পাঁচজন।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে চারজন, ২ নং ওয়ার্ডে চারজন ও ৩নং ওয়ার্ডে চারজন মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে প্রথমবারের মত রাজবাড়ী সদর পৌরসভায় ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অপরদিকে গোয়ালন্দ পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। এ পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

গোয়ালন্দ পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মণ্ডল, স্বতন্ত্র শেখ মো. নিজাম, তার ছোট ভাই শেখ মো. নজরুল ও জাতীয় পার্টি মনোনীত জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক হেলাল মাহমুদ।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে দুইজন, ২নং ওয়ার্ডে তিনজন, ৩নং ওয়ার্ডে পাঁচজন, ৪নং ওয়ার্ডে চারজন, ৫নং ওয়ার্ডে চারজন, ৬নং ওয়ার্ডে চারজন, ৭নং ওয়ার্ডে চারজন, ৮নং ওয়ার্ডে তিনজন ও ৯নং ওয়ার্ডে তিনজন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে তিনজন, ২ নং ওয়ার্ডে তিনজন ও ৩ নং ওয়ার্ডে পাঁচজন মনোনয়ন দাখিল করেছেন।

রুবেলুর রহমান/এসএমএম/জেআইএম