জাতীয়

এমপি উম্মে কুলসুম স্মৃতি করোনায় আক্রান্ত

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশের সবার কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।

তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. জহির উদ্দিন লিমন।

হাসপাতালে ওই এলাকাটি রেড জোন হিসেবে চিন্তিত হওয়ায় দর্শনার্থী প্রবেশ নিষেধ বলেও জানান আইনজীবী লিমন।

এফএইচ/এআরএ/এমকেএইচ