জাতীয়

পল্লীকবি জসীম উদদীন সাহিত্য উৎসব

পল্লীকবি জসিম উদদীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই। এতে সভাপতিত্ব করেন কবি লিটন হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম কনক। এসময় প্রয়াত সংগীতশিল্পী আজম খানের মেয়ে ইমা খান, বগুড়া থেকে আগত কবি নজমুল হক খান, কবি আমেনা খানম, কবি জুয়েল মাহমুদসহ প্রমুখ বক্তব্য দেন।

এসময় কবি জসীম উদদীনকে নিবেদন করে কবিতা পাঠসহ তরুণ কবিরা নিজেদের স্বরোচিত কবিতা পাঠ করেন।

এদিন সংগঠনটির পক্ষ থেকে কবি ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম, কবি অলোক মিত্র, কবি বাপ্পি সাহা, কবি মোস্তফা মতিহার, কবি গণিমিয়া বাবুল, কবি মারফিয়া খান ও ইব্রাহিম রেজাসহ সারাদেশ থেকে আগত ২৩ জন কবিকে সম্মাননা দেয়া হয়।

এওয়াইএইচ/এএএইচ/এমএস