জাতীয়

লালবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লালবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজধানীর লালবাগের রসুলবাগ পার্কে শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

Advertisement

রোববার (২৪ জানুয়ারি) ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

হাসিবুর রহমান জাগো নিউজকে বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে তিন শতাধিক কম্বল দিয়েছেন ডিএসসিসি মেয়র। এসব কম্বল দরিদ্রদের তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি করোনা থেকে বাঁচতে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, করোনার শুরুতে তার ওয়ার্ডের এক হাজারের বেশি পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেন তিনি। এছাড়া লালবাগের আব্দুল আলীম মাঠে টানা পাঁচ মাস ‘এক মিনিটের বাজার কর্মসূচি’ চালু করা হয়েছিল। এই বাজার থেকে বিনামূল্যে শাক-সবজিসহ বিভিন্ন খাদ্যপণ্য নিয়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা।

Advertisement

এমএমএ/এআরএ/এমএস