কুমিল্লায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত একটি পা উদ্ধার হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Advertisement
রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর চাঁনপুর হারুন স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত ডাস্টবিন থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পুলিশ ওই পা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন নগরীর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক। তিনি বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে একটি পা ও একটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এ খণ্ডিত পা-টি হাঁটু পর্যন্ত কাটা অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তবে এ পা-টি কার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। সোমবার (২৫ জানুয়ারি) ওই পা-টি কার তা শনাক্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।
Advertisement
এদিকে এ খণ্ডিত পা উদ্ধারের খবরে শত শত মানুষ সেখানে ভিড় জমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও খণ্ডিত ওই পায়ের ছবি ভাইরাল হয়।
মো. কামাল উদ্দিন/এমআরআর/জেআইএম