‘পার্বত্য শান্তিচুক্তিবিরোধী কোন অপশক্তিকে ছাড় দেয়া হবে না’ –বলেছেন ৬৯ পদাতিক ব্রিগেডের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে বান্দরবান ব্রিগেডের সভাকক্ষে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য অনেকে অপপ্রচার চালাচ্ছেন। গুজবে কান না দিয়ে সঠিক ও তথ্যবহুল সংবাদ প্রচার করে পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পাশে থাকার আহ্বান জানান তিনি।’
এছাড়া অতীতের মতো আগামী দিনেও পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে সেনাবাহিনীর কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।
মো. জিয়াউল হক বলেন, ‘বান্দরবানের নীলগীরি ও জীবননগর এলাকা ঘিরে সিকদার গ্রুপ একটি পর্যটন প্রকল্পের কাজ শুরু করেছে। ফলে ওই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। কিন্তু একটি মহল এ উন্নয়নকাজে বিরোধিতা করছে। বিভিন্নভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
মতবিনিময়কালে ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-২ মেজর মোয়াজ্জেম হোসেন, ব্রিগেড মেজর মো. খায়রুল হাসান, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরএইচ/এমএস