বরগুনা পৌরসভার বিভিন্ন স্থানে স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহদাত হোসেনের (জগ প্রতীক) নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শাহদাত। বিষয়টি তদন্ত করতে বরগুনা সদর থানাকে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহদাত হোসেনের অভিযোগ, বিভিন্ন স্থানের টানানো নির্বাচনী পোস্টার ছিঁড়ে ও পুড়ে ফেলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরুল আহসানের কর্মী সমর্থকরা। আজ দুপুরে স্টেডিয়াম এলাকায় তার সমর্থকরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। কিছু পোস্টার পুড়িয়ে ফেলেছে। আমার প্রচারণায়ও তারা বাধা দেয়। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরুল আহসান মহারাজকে তার মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেনি।
তবে রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহদাত হোসেন তার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়ে অভিযোগ দিয়েছেন। এটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য বরগুনা সদর থানার ওসিকে চিঠি দেয়া হয়েছে।
এসজে/এমএস