ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস পোড়ানো মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ফিরোজ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জাকিয়া খাতুন সীমার স্বামী। শহরের সাথীর মোড়ে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণার সময় ফিরোজকে গ্রেফতার করেন নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আ. হালিম তালুকদার। নলছিটি থানার ওসি আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৭ জানুয়ারি) রাতে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক রেজাউল ইসলাম বাবু তালুকদার বাদী হয়ে ফিরোজসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয় (মামলা নং ১৬)। মামলার প্রধান আসামি গোলাম মোস্তফা ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জানুয়ারি) গভীর রাতে নলছিটি পৌর এলাকার তালতলা রাস্তার মোড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আতিকুর রহমান/এআরএ