আগরতলা ষড়যন্ত্র মামলার ২নং আসামি শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের পিরোজপুরের স্মৃতিবিজড়িত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজর নামাজ পর ফেরার পথে মুসল্লিরা বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। সেগুন কাঠের তৈরি ঐতিহ্যবাহী এ বাড়ির প্রায় সব কিছুই পুড়ে গেছে। ঘটনার পর ইউএনও ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, স্থানীয়রা আগুনের খবর দিলে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, অগ্নিকাণ্ডের বিষয় তদন্ত চলছে।
এএইচ/জেআইএম