দেশজুড়ে

বোরহানউদ্দিন-দৌলতখানে রফিকুল-জাকিরের হ্যাটট্রিক

ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এরমধ্যে বোরহানউদ্দিন পৌরসভায় নির্বাচনে রফিকুল ইসলাম ৭ হাজার ১৯৪ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান কবির ধানের শীষ প্রতীক নিয়ে ৬৬২ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৭ ভোট।

অপরদিকে দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির তালুকদার নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ৮৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমকেএইচ