পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম কবির। শনিবার (৩০ জানুয়ারি) জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম কবির (নৌকা) ৩ হাজার ৯৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) পেয়েছেন ৩ হাজার ১৪৪ ভোট।
এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম ফরিদ (ধানের শীষ) পেয়েছেন ৯৭৪ ভোট, আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী শিশির কর্মকার (জগ) পেয়েছেন ৮৩৪ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবুল কালাম আজাদ (নারিকেল গাছ) পেয়েছেন ১ হাজার ৯৯৪ ভোট ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম এরশাদ (লাঙ্গল) পেয়েছেন ৫১ ভোট।
নির্বাচনে জয়ের পর মো. গোলাম কবির ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমি পৌরবাসীর কাছে দেওয়া ওয়াদা সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ হাজার ৩২৫ জন ও মহিলা ভোটার রয়েছে ৭ হাজার ৫৯৬ জন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আরএইচ/এমকেএইচ