প্রথম টেস্টের আগে হাতে তেমন সময় নেই। গতকাল (রোববার) টিম বাংলাদেশের প্র্যাকটিস বন্ধ ছিল। ক্রিকেটাররা বিশ্রামে হোটেলে শুয়ে বসে কাটিয়েছেন। কিন্তু হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মনের ভেতর যেন খচখচ করছিল-দলের সেরা তারকা সাকিব আল হাসানের কি অবস্থা? চোট কাটিয়ে কি তিনি মাঠে ফেরার জন্য প্রস্তুত?
শিষ্যকে পরখ করতে হেড কোচ নিজেই সাকিবকে নিয়ে বেরিয়ে পড়েন মাঠে। সাকিবের ব্যাটিং দেখেন। তবে বোলিংটা দেখেছেন বেশি। নিজেই ব্যাটিংয়ে দাঁড়িয়ে সাকিবকে বল করতে বলেন। কয়েক মিনিট খেলেন। কিন্তু খেলতে গিয়ে নাভিশ্বাস উঠে ডোমিঙ্গোর। বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনারের বল মোকাবিলা তো আর চাট্টিখানি কথা নয়!
ডোমিঙ্গো রীতিমত হিমশিম খেয়েছেন। আজ (সোমবার) ভার্চ্যুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সাকিবের বল খেলার অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে তিনি নিজেই স্বীকার করলেন সে কথা।
ডোমিঙ্গো বলেন, ‘সেটা ছিল বিরাট এক চ্যালেঞ্জ। সাকিব হলো বিশ্বমানের বোলার। তবে দারুণ মজাও হয়েছে। পুরো বিষয়টিই দারুণ ছিল। আমরা দুজন দুজনার সাথে ওয়ান টু ওয়ান সময় কাটিয়েছি।’
এআরবি/এমএমআর/এমএস