দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দুদকের অভিযান, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দুদকের কুমিল্লা অঞ্চলের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শরীফ উদ্দিন হেলালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শামীম মিয়া (২৭) নামের এক টিকিট কালোবাজারিকে আটক করে দুদক। তাকে তল্লাশি করে ১৫টি টিকিট উদ্ধার করা হয়। শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার মুসলিম মিয়ার ছেলে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, বিকেলে দুদকের একটি দল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদেরকে সহায়তা করে রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্যরা।

তিনি জানান, দুদক ও জিআরপির অভিযানে কালোবাজারিকে ১৫টি টিকিটসহ তাকে আটক করা হয়। টিকিটগুলো ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমআরএম