মৌলভীবাজারের কুলাউড়ায় জমির বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শামীম আহমদ নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে শামীমের চাচাতো ভাই সুফিয়ানদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বাড়ির পৈত্রিক সম্পত্তি নিয়ে চলা বিরোধ মঙ্গলবার চরম আকার ধারণ করে। এক সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন শামীম।
পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এআরএ/এমএস