দেশজুড়ে

মেহেরপুরে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ শুরু

উৎপাদন খরচ হ্রাস ও বেশি ফলন পেতে মেহেরপুর জেলায় প্রথমবারের মতো যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাথানাপাড়া মাঠে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ ও গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহম্মেদ। যন্ত্র দিয়ে ধাণ রোপণ কার্যক্রম এলাকার কৃষকদের মাঝে সাড়া ফেলেছে।

আসিফ ইকবাল/এসআর/এএসএম