দেশজুড়ে

শম্ভুগঞ্জে ১৫ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

ময়মনসিংহের শম্ভুগঞ্জে অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধা ৭টার দিকে শম্ভুগঞ্জ মোড়ের নলুয়াপাড়া স্টেশন রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জমিয়ত হোসেন।

তিনি বলেন, শম্ভুগঞ্জ মোড়ে আগুন লাগার খবর পেয়ে ময়মনসিংহের দুটি ইউনিট ও ঈশ্বরগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণও জানা যায়নি।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম