দেশজুড়ে

আত্মরক্ষার কসরতে মত্ত ওরা

বৃহস্পতিবার ভোর ৬টা। চারপাশ কুয়াশায় ঢাকা। তীব্র শীত। বিশাল মাঠের সবুজ ঘাসে দানা দানা শিশির ফোটা। বাসিন্দারা তখনও ঘুমে। এরই মধ্যে হাঁকডাক আর বিশেষ শব্দে যেন খানিকটা ঘোর জাগে! ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক ভিন্ন জগৎ! সাতসকালে দেড় শতাধিক কিশোর-কিশোরী আর শিশুর অন্য রকম এক আয়োজন। আত্মরক্ষার কৌশল রপ্ত করছে তারা। শীতের সকালে কুংফু (চাইনিজ মার্শাল আর্ট) প্রশিক্ষণে ব্যস্ত সবাই। কিশোরগঞ্জে কুংফুর এমন আয়োজন চলছে কয়েক মাস ধরে।

আত্মরক্ষার কৌশল শিখতে কিশোরগঞ্জে বাড়ছে কুংফু-কারাতে প্রশিক্ষণ। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এক মাসের কারাতে প্রশিক্ষণে অংশ নেন স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ। নিজেদের সুরক্ষাসহ শরীর-মন ভালো রাখতে এমন আয়োজনের বিকল্প নেই বলে মনে করে প্রশিক্ষণার্থীরা।

ভোরের আলো ফোটার আগেই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে হাজির দুই শতাধিক কিশোর-কিশোরী। মানসিক শক্তি আর আত্মরক্ষার কৌশল শিখে শারীরিক সক্ষমতা বাড়াতেই সাজ-সকালে ঘাম ঝরাচ্ছে তারা। এখানে শেখানো হচ্ছে সুরক্ষার বেশকিছু কৌশল, যা মানসিকভাবে সাহসী করে তুলছে অংশগ্রহণকারীদের। তাদের কণ্ঠে সাহসী উচ্চারণ। আত্মরক্ষার কৌশল আয়ত্ত করতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একই লাইনে হাজির শিশুসহ বড়রাও।

জুডু-কারাতেসহ নানা শারীরিক কসরতের প্রশিক্ষণ দিচ্ছেন রুহুল আমিন। তিনি জানান, প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে কুংফু প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে করে তাদের দেহ-মন ভালো থাকবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারবেন।

ইভটিজিং-ধর্ষণ প্রতিরোধসহ অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আত্মবিশ্বাসী করে তুলতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল-আমিন সবুজ জানান, প্রায় চার মাস আগে কুংফু প্রশিক্ষণের এই আয়োজন করা হয়। প্রথম দিকে এক মাসের জন্য এ আয়োজন করা হলে অংশগ্রহকারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এ নিয়ে সবার আগ্রহ থাকায় এটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

প্রতি তিন মাস পরপর অংশগ্রহণ করা প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বের হয়ে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে প্রশিক্ষণ। প্রায় দেড়শো কিশোর-কিশোরী ও শিশু অংশ নিচ্ছে। গত ২৪ অক্টোবর এ প্রশিক্ষণ শুরু হয়।

নূর মোহাম্মদ/এসআর/এএসএম/এমএস