নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটে লোক দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত রাজিয়া সুলতানা (৩৩)। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নয়া আটি মুক্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, নরুল ইসলাম (৫০), সাইফুল ইসলাম (৪৩), লিটন (৪৩), শরীফ (৩৬) ও সেলিম (৫৩)।
অভিযোগপত্রে রাজিয়া বেগম জানান, জমি কিনে ৩০ বছর ধরে ভোগদখল করছেন তিনি। তবে গত বছর হঠাৎ করে রাজিয়া সুলতানার মালিকানাধীন দোকানগুলো নিজের দাবি করেন নুরুল আলম। গত ২৫ জানুয়ারি নুরুল আলমের হয়ে এলাকার সাইফুল ইসলাম, মো. লিটন ওরফে হাতুড়ি লিটন দোকানদারসহ আমাকে ভয়ভীতি দেখাতে থাকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সাইফুল ইসলাম, মো. লিটন ওরফে হাতুড়ি লিটন, মো. শরীফ, মো. সেলিমসহ ২০-২৫ জনের একটি দল হাতুড়ি, রড়, লাঠি নিয়ে দোকানপাট ভেঙে দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান ভাঙার খবরে রাজিয়া সুলতানা ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
এ সময় অভিযুক্তরা রাজিয়া সুলতানার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
রাজিয়া সুলতানা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করছি। হঠাৎ করে বিবাদীরা দোকানপাট তাদের বলে দাবি করে। শুক্রবার কিছু বুঝে উঠার আগেই তারা আমাদের দোকান ভেঙে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এস কে শাওন/এএইচ/জিকেএস