তিস্তা সেচ প্রকল্পকে ডিজিটাল পানি ব্যবস্থাপনায় রূপান্তরে কার্যক্রম চালু করা হয়েছে। এর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর মুহুরী সেচ প্রকল্পকেও ডিজিটাল পানি ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর ডালিয়াস্থ পানি উন্নয়ন বোর্ডের অবসর সভাকক্ষে অবহিতকরণ কর্মশালায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) ও চিফ ইনভেশন অফিসার মো. আজাদুর রহমান মল্লিক।
কর্মশালায় তিস্তা সেচ প্রকল্পের ৫০ জন এস-ওয়ানটি ও এস-সিক্সটি প্রকল্পের সুবিধাভোগী কৃষক ও প্রতিনিধিদের মাল্টিমিডিয়ার মাধ্যমে সেচ ব্যবস্থার ডিজিটাল পদ্ধতি অবহিত করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান পানি ব্যবস্থাপনা কর্মকর্তা মাহফুজ আহমদ, সিস্টেম অ্যানালিস্ট ও কেন্দ্রীয় আইসিটি পরিদফতরের ইনোভেশন অফিসার আরিফ ইকরামুল আজিম, বোর্ডের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ। সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর সার্কেল-২ এর তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবর রহমান।
আজাদুর রহমান মল্লিক বলেন, সরকার কৃষি ও কৃষকবান্ধব। মুজিববর্ষে ১০০টি ডিজিটাল সেবা কার্যক্রম গ্রহণের অংশ হিসাবে নব-উদ্ভাবিত এই সেবাটি অত্যন্ত কৃষক বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ই-গভর্ন্যান্স তথা সরকারের সকল পর্যায়ে জনগণের সম্পৃক্ততা ই-সার্ভিস চালুকরণের জন্য ওয়েবভিত্তিক সফটওয়্যার অ্যঅপ্লিকেশন তৈরি করা হয়েছে। যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু করা হলো। সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তিন লাখ কৃষক ঘরে বসে সেচ ব্যবস্থাপনা, পদ্ধতি, সংগঠন ও প্রয়োজন মতো সময়ে সেচ সেবা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।
জাহেদুল ইসলাম/এএএইচ/জেআইএম