দেশজুড়ে

কিশোরগঞ্জে এবিটি সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য কবির হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চর শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার মোবাইল ও এবিটির প্রচার কাজে ব্যবহৃত ফেসবুক আইডি জব্দ করা হয়।

গ্রেফতার কবির হোসেন জেলার নিকলী উপজেলার সিংপুর গ্রামের সাহের আলীর ছেলে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, কবির এবিটির সক্রিয় সদস্য ও জসিম উদ্দিন রাহমানীর একনিষ্ঠ অনুসারী। দীর্ঘদিন ধরে এবিটির পক্ষে ভার্চ্যুয়ালি জিহাদি প্রচারণা, দাওয়াত, প্রশিক্ষণ, সদস্য সংগ্রহ ও সংগঠনকে সুসংগঠিত করার কাজে যুক্ত ছিলেন।

নূর মোহাম্মদ/এএএইচ