‘শিক্ষার সর্বস্তরের বাংলা ইশারা ভাষা, দেখাবে আলোর দিশা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস-২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নড়াইলের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল্যাহর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ারুল ইসলাম, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও অভিভাবকরা।
হাফিজুল নিলু/এসজে/এমকেএইচ