দেশজুড়ে

ফেনীতে ১০ মামলার আসামি কারাগারে

ফেনী জেলা যুবদলের সাবেক সহসভাপতি দাউদুল ইসলাম মিনারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে দাউদুল ইসলাম মিনারকে গ্রেফতার করা হয়। মিনার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর কাজী বাড়ির বাসিন্দা।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেফতারকৃত আসামি দাউদুল ইসলাম মিনারের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগে অন্তত ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসজে/জেআইএম