দেশজুড়ে

ঘরের টাকা ফেরত দিলেন ইউপি সদস্য

ঘর নির্মানের খরচের নামে গৃহহীন পরিবারের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়েছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য এলাছ মিয়া। রোববার (৭ ফেব্রুয়ারি) নয়জন গৃহহীন পরিবারের কাছ থেকে নেয়া ৫৪ হাজার টাকা ফেরত দেন তিনি।

এর আগে গৃহহীনদের ঘর পেতে টাকা নেয়ার অভিযোগ এনে জাগোনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। জেলা প্রশাসকের ২০ সদস্য একটি তদন্ত কমিটি শাল্লায় গিয়ে ঘর তৈরীতে অনিয়ম দেখতে পান।

পরে তারা টাকা হাতিয়ে নেয়া ইউপি সদস্যকে টাকা ফেরত দিতে নির্দেশ দেন। রোববার (৭ ফেব্রুয়ারি) ঘর নির্মানের জন্য নেয়া ছয় হাজার টাকা করে নয়জনকে ফেরত দেন তিনি। পর্যায়ক্রমে সবার টাকা ফেরত দিবেন বলে আশ্বাস দেন তিনি।

গৃহহীন ফিরোজ মিয়া জানান, চড়া সুদে ১০ হাজার টাকা এনে ঘরের মাল পরিবহনের খরচবাবদ দিয়েছিলাম। সেখান থেকে আজ ৬ হাজার টাকা পেয়েছি। ইউপি সদস্য এলাছ মেম্বার আমাদের সাথে প্রতারণা করেছেন। বাকি টাকাগুলোও যদি পেয়ে যাই আমরা কৃতজ্ঞ থাকব।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য এলাছ মিয়ার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মুক্তাদির হোসেন গৃহহীনদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম