মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আমির ভাঙ্গি (২২)। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের সামচু ভাঙ্গির ছেলে। অপরজনের নাম আয়নাল ভাঙ্গি (৪৫) । তিনি ওই এলাকার খালেক ভাঙ্গির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আয়নাল ভাঙ্গিসহ আরও একজনকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়নাল ভাঙ্গিকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ওসি সোহরাব হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এ কে এম নাসিরুল হক/আরএইচ/এমকেএইচ