দেশজুড়ে

রসুনক্ষেতে পাওয়া গেল মাছ

নাটোর অংশের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ের কাছে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রসুনক্ষেতে উল্টে গেছে। এ ঘটনায় ট্রাকচালক ও চালকের সহকারী সামান্য আহত হয়েছেন। মাছগুলো খেতে ছিটিয়ে পড়লে স্থানীয়দের কেউ কেউ তা কুড়িয়ে নিতে শুরু করেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে রাজশাহীর আম চত্বর এলাকার তৌফিকুল ইসলামের পুকুরের সাড়ে তিন লাখ টাকার কার্পজাতীয় মাছ ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন ট্রাকচালক ও তার সহকারী। মহাসড়ক ফাঁকা দেখে চালক দ্রুতগতিতে ট্রাকটি চালাচ্ছিলেন। বনপাড়া থানার মোড় পৌঁছে একটি বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রসুনক্ষেতে উল্টে যায়। এসময় মাছগুলো  ক্ষেতে ছড়িয়ে পড়ে।

ট্রাক উল্টে রসুনক্ষেতে মাছ পাওয়া যাচ্ছে জেনে উৎসাহী অনেকে এসে মাছ কুড়িয়ে নিয়ে যান।

ওসি শফিকুল ইসলাম মাছের মালিক তৌফিকুল ইসলামের বরাত দিয়ে জানান, স্থানীয়দের সহায়তায় মাছগুলো ক্ষেত থেকে সংগ্রহ করা হয়েছে। বরফ দিয়ে মাছগুলো ঢাকায় পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

এসআর/এমকেএইচ