দেশজুড়ে

পুকুরে মিলল যুবকের মরদেহ

সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে আরিফ (১৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পৌর এলাকার রেলওয়ে কলোনী মধ্যপাড়ার হাসেমের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, দুপুরে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের দুই হাত বিদ্যুৎ তারের সাথে প্যাঁচানো ছিলো। রাতের কোনো এক সময়ে ওই স্থানে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম