দেশজুড়ে

স্কুলছাত্র জনি হত্যায় একজনের যাবজ্জীবন

রাজবাড়ীতে জমি বিরোধের জের ধরে স্কুলছাত্র হত্যা মামলায় নাজমুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম কালুখালী উপজেলার মদাপুরের আবুল হোসেনের ছেলে। অন্যদিকে নিহত মো. জনি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন স্কুলছাত্র জনি, তার বাবা সাইফুল ইসলাম ও চাচাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর জনিকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন নিহতের মামা মো. আসাদুজ্জামান বাদি হয়ে নাজমুল, আমিরুল, সাহিদা ও শাহীনের নাম উল্লেখ করে কালুখালী থানায় মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে একজনের নাম চার্জশীট থেকে বাদ দিয়ে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ শুনানির পর মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নাজমুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। প্রাপ্তবয়স্ক না হওয়ায় আরেকজনের বিচার শিশু আদালতে চলছে।

রুবেলুর রহমান/ আরএইচ/এমকেএইচ