চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তিনি বলেন, মিলের ওয়েস্টেজ গুদামঘরে আগুন লেগেছে। এ পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আবু আজাদ/এমএসএইচ/এমকেএইচ