দেশজুড়ে

জমি বিক্রির ১৫ লাখ টাকা ছিনিয়ে নিল ফিল্মি স্টাইলে

জমির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বোদা উপজেলার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের মোন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার রাশেদা বলেন, ‘বোদা সাব রেজিস্ট্রি অফিস থেকে ১১ বিঘা জমি বিক্রি করেন তিনি। পরে অ্যাডভোকেট আমিনুর রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা বুঝে নিয়ে ছেলে ও তার ভাইকে নিয়ে একটি ইজিবাইকে পূর্ব শিকারপুর এলাকার বাড়ির দিকে যাচ্ছিলেন। মোন্নাপাড়া এলাকায় পৌঁছলে চারটি মোটরসাইকেলে ৮ জন এসে ইজিবাইকটির গতিরোধ করে। এ সময় পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেন ছিনতাইকারীরা।’

ইজিবাইক চালক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘টাকার ব্যাগ দিতে রাজি না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা। পরে রাশেদা বেগমের কাছ ব্যাগটি কেড়ে নিয়ে পঞ্চগড়ের দিকে পালিয়ে যায়।’

জমির ক্রেতা ও পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর রহমান বলেন, ‘রেজিস্ট্রি অফিসেই রাশেদাকে ১৫ লাখ টাকা বুঝিয়ে দেয়া হয়েছে। এর আগেও তাকে ৪০ লাখ টাকা দেওয়া হয়। পথে টাকা ছিনতাই হয়েছে বলে শুনেছেন তিনি।’

রাশেদা বেগমের স্বামী মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘আমার স্ত্রী জমি বিক্রির ১৫ লাখ টাকা দুটি ব্যাগে নিয়ে শ্যালক ও ছেলের সঙ্গে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। তারা মাস্ক ও হেলমেট পরা ছিল। তবে তরুণ বয়সী ছিল বলে স্ত্রীর কাছে জেনেছি।‘

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘পুলিশ ও ডিবি পুলিশ তদন্তে নেমেছে। ছিনতাইকারীদের খুঁজে বের করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বিষয়টিতে। জেলার সকল সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।’

সফিকুল আলম/ আরএইচ/জিকেএস