প্রায় দুই মাস ধরে নিখোঁজ রাজবাড়ী পাংশা বাজারের আল-মদিনা ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী মো. শামীম শেখ (২৩)।
তিনি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মো. আসমত শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ ডিসেম্বর শামীম নিখোঁজ হন। সে সময় তার পরনে ছিল নেভি রংয়ের ট্রাউজার ও পাঞ্জাবি। তার মুখমণ্ডল লম্বা ও মুখে হালকা দাড়ি রয়েছে। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি পাংশা বাজারের আল-মদিনা ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী ছিলেন।
নিখোঁজের পর থেকে সব নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে ছেলের সন্ধান চেয়ে বাবা আসমত শেখ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শামীমের বাবা আসমত শেখ জানান, শামীমকে সৌদি আরব পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কাগজপত্র সংগ্রহ করছিলেন। কিন্তু সৌদি যেতে শামীমের মত ছিল না। এ নিয়ে প্রায় দুই মাস আগে ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। গত বছরের ১৭ ডিসেম্বর সকালে পাংশা পৌরসভা এলাকার মাগুড়াডাঙ্গী গ্রামে দোকান মালিক ফিরোজ হায়দারের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শামীম। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছেন না। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও শামীমের সন্ধান পাননি। এতে দুশ্চিন্তায় দিন কাটছে পুরো পরিবারের।
ছেলের সন্ধান পেতে হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন বাবা আসমত শেখ। শামীমের সন্ধান পেলে প্রয়োজনে নিচের ফোন নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।ফোন নম্বর বাবা আসমত শেখ (০১৭২৮ ২১৯১০০), প্রতিবেশী সাদ্দাম (০১৭১২ ৩০১৯৮৭) ও প্রতিবেশী জসিম (০১৭১২ ৬৫৬১০৩)।
রুবেলুর রহমান/এসআর/এএসএম