দেশজুড়ে

আগুনে নিঃস্ব হলেন রিকশাচালক

লক্ষ্মীপুরে শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে নাছির উদ্দিন নামের এক রিকশাচালকের টিনশেট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি শেষে রাতে বিশ্রাম নেয়ার স্থানটি পুড়ে যাওয়ায় তিনি আজ নিঃস্ব। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান অসহায় এই রিকশাচালক। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের চাঁদখারী গ্রামের বকশি হাজী বাড়ির নাছিরের ঘরে আগুন লাগে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এর আগে আসবাবপত্রসহ পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হঠাৎ নাছিরের একচালা টিনের ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। পাশের পুকুর থেকে বালতি ভরে পানি এনে আশপাশের লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই পুরো ঘর পুড়ে যায়। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।

ভুক্তভোগী রিকশাচালক নাছির উদ্দিন বলেন, ‘পাঁচ সন্তানকে নিয়ে কোনোরকম ঘরটিতে আমার দিন কাটত। দিনে রিকশা চালিয়ে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘরটিতে বিশ্রাম নিতাম। কিন্তু আগুনে আমার ঘরটির সঙ্গে কপালও পুড়েছে। আমি একবারে নিঃস্ব হয়ে পড়েছি। রিকশা চালিয়ে একটি ঘর নির্মাণ করা আমার জন্য দুঃস্বপ্ন।’ লাহারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমি আগুনে পুড়ে যাওয়ার ছবি সংগ্রহ করেছি। সরকারি সহযোগিতা পেতে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব।

কাজল কায়েস/এসআর/জিকেএস