দেশজুড়ে

কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থাগিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন স্থগিত রাখার আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।

এএইচ/জেআইএম