সারাদেশের মতো রাজবাড়ীতেও ৭ ফেব্রুয়ারি করোনার টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর থেকেই জনপ্রতিনিধি, ডিসি, এসপিসহ সম্মুখযোদ্ধা ও জনসাধারণ অনলাইনে নিবন্ধন করে করোনা ভ্যাকসিন গ্রহণ করছেন।
রাজবাড়ীতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ৪ হাজারের অধিক মানুষকে টিকা প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন এ তথ্য জানান।
জানা গেছে, সিভিল সার্জন অফিসসহ স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিবন্ধনের পাশাপাশি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এখন প্রতিদিন নিবন্ধন ও টিকা গ্রহনকারীদের সংখ্যা বাড়ছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন বলেন, এই জেলায় ৩৬ হাজার ডোজ করোনার টিকা এসেছে। উদ্বোধনের পর পাঁচদিনে প্রায় চার হাজার ১০৩ জন মানুষকে টিকা দিয়েছেন এবং আজও চলছে টিকাদান কার্যক্রম।
এছাড়া এখন পর্যন্ত জেলায় টিকা নেয়ার জন্য ১০ হাজারের বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। পাঁচটি টিকাদান কেন্দ্র থেকে টিকা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
রুবেলুর রহমান/এসএমএম/এমএস