খুলনার পাইকগাছার লতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আধুনিকায়ন হলেও গত দুই বছর ধরে তালাবদ্ধ রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন এলাকার কয়েক হাজার মানুষ।
Advertisement
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯০ সালে লতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠত হয়। উপজেলা সদর থেকে সামান্য দূরে কাঠামারী নামক স্থানে এটি নির্মাণ করা হয়। সে সময় থেকে ঢিমেতালে এর কার্যক্রম চলে বসে স্থানীয়রা জানান।
স্থানীয় ইউপি সদস্য কৃষ্ণপদ মন্ডল জানান, ‘২০১৮ সালে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন দো-তলা একটা ভবন নির্মিত হয়েছে। সুউচ্চ প্রাচীরে ঘেরা ভবনের নীচে ৫টি কক্ষ ও দো-তলায় দুটি আবাসিক কক্ষ। সেবাদনের জন্য একজন ডাক্তার, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন নিরাপত্তা প্রহরী ও একজন আয়া থাকার কথা। কিন্তু নিরাপত্তা প্রহরী থেকেও না থাকার মত অবস্থা। মাঝে মধ্যে সেখান গিয়ে ঝাড়ু দিয়ে চলে যান। সেবাদানের জন্য সেখানে কোন উপকরণ আসে কিনা তা জানার চেষ্টা করা হলেও কেউ বলতে পারেনি।’
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল বলেন, ‘সরকার স্বাস্থ্য সেবা জনগনের দৌঁড়গড়ায় পৌঁছানোর আধুনিক ভবনসহ অনেক কিছু করছে। কিন্তু আমার ইউনিয়নবাসী এখানকার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’
Advertisement
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা উর্ধ্বতনকে বার বার লিখিতভাবে অবহিত করেছি, কিন্তু কেউ এসে কয়েকদিন থাকার পর চলে যায়।’
আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম