নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে লবণভর্তি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. সুমন (২৬)। তিনি নারায়ণগঞ্জের সদর উপজেলার পাইকপাড়া এলাকার মো. আবতাব এর ছেলে। অপরজন মো. সেলিম (৫০)। তিনি একই উপজেলার তামুকপট্টি এলাকার মৃত মো. আলী আকবরের ছেলে।
র্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। পরে একটি কাভার্ডভ্যান তল্লাসি চালিয়ে ১৯ হাজার ১৫০ পিসসহ দুইজনকে আটক করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো ছিল। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এস কে শাওন/আরএইচ/জেআইএম