দেশজুড়ে

সিরাজগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা

সিরাজগঞ্জে তিনদিন ব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য পদর্শনী মেলা শুরু হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শারিতা মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক নারী সাংসদ সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মেলায় অংশ নেয়া স্টলগুলো ঘুরে দেখেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতসহ অতিথিরা। মেলায় তাঁতের শাড়ি, তাঁত পণ্য, বুটিক, নকশিকাঁথা, গ্রামীণচেক, লুঙ্গি, বাচ্চাদের পোশাকসহ নানা ধরনের ২৫টি স্টল রয়েছে। মেলা আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত মেলা চলবে।

ইউসুফ দেওয়ান রাজু/ আরএইচ/জিকেএস