সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে এক নারীর মৃত্যু ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জয়তুন বেগম (৪৫)। তিনি উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তুম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাছিমপুর থেকে ইজিবাইকে দিরাইয়ে যাচ্ছিলেন জয়তুন বেগম। রাজানগর বাজারের পাশে পৌঁছালে গায়ের চাদর ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে আসার সময় পথে তার মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিপসন আহমেদ/এসআর/এএসএম