দেশজুড়ে

কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

মৌলভীবাজারের কুলাউড়ায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার ভাটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন ভাটেরা সিগনাল এলাকায় পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন পাঠানো হয়েছে। আশাকরি সন্ধ্যা ৬ টার আগেই উদ্ধারের কাজ শেষ হবে।

আশরাফ আলী/ আরএইচ/এমকেএইচ