দেশজুড়ে

লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১ লাখ ২ হাজার টাকার জাল নোটসহ সোহেল হোসেন রুবেল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, আসামি মো. সোহেল হোসেন রুবেল ভোলার দৌলতখাঁ থানাধীন চরপাতা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। দীর্ঘদিন যাবত তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এস কে শাওন/এসজে/এএসএম