দাদির সঙ্গে চুল কাটতে গিয়েছিল শিশু হামীম (৬)। চুল কেটে দাদির হাত ধরে বাড়ি ফেরার পথে শিশুটির প্রাণ কেড়ে নেয় অটোরিকশা। আহত হয়েছেন দাদিও।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন এলাকায় এ ঘটনা ঘটে।
হামীম উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের প্রবাসী খায়রুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশে পুলেরঘাট বাজারে দাদির সঙ্গে চুল কাটতে যায় হামীম। সেখান থেকে ফেরার পথে বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা হামীমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, দুর্ঘটনার পর ঘাতক চালক অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নূর মোহাম্মদ/এএইচ/এএসএম