ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এন্ডারসন খালের রেলওয়ে সেতুর পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভাদুঘর রেলওয়ে সেতুর পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে কোনো একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় কোন ট্রেনে কাটা পড়েছে তা সঠিকভাবে বলা সম্ভব নয়।’
এসএস