দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ট্রাক, দুই নারী শ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই ট্রাক ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক প্রাণ হারিয়েছেন। তারা ওই এলাকার মাহমুদ জিন্স কারখানা নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার আয়েশা আক্তার এবং টাঙ্গাইল সদরের নরসিনপুর এলাকার জোবেদা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি হলে বাসায় ফিরছিলেন ওই দুই নারী শ্রমিক। এ সময় গাজীপুরগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উঠে যায়। এ সময় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, নিহত দুই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসএস