দেশজুড়ে

কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, কাউন্সিলর প্রার্থীসহ আহত ১০

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী হায়দার পাঠানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কাছিয়াড়া মহিলা আলিয়া মাদরাসা কেন্দ্রে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্র দখল করে কাউন্সিলর প্রার্থী জুয়েলের সমর্থকরা ব্যালট ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় অপর কাউন্সিলর প্রার্থী আলী হায়দার পাঠান বাধা দেন। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষের লোকজন কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় কাউন্সিলর প্রার্থী আলী হায়দার পাঠান গুরুতর আহত হন। পরে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাচনে কর্মরত প্রিজাইডিং অফিসার আইয়ুব খান জানান, ভোট কেন্দ্রের মধ্যে কোন গণ্ডগোল হয়নি। যা হয়েছে কেন্দ্রের বাইরে।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেন।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম