ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দুই হাজার ৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন পেয়েছেন দুই হাজার ৩৬৯ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা আখিঁ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৮টা থেকে রাণীশংকৈল পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ব্যালটের মাধ্যমে ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫২০ জন। এখানে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
তানভীর হাসান তানু/এসআর/জেআইএম