রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর শেখ তিতু (নারিকেল গাছ প্রতীক) ও গোয়ালন্দে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মন্ডল (নৌকা প্রতীক) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজবাড়ী সদরে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আহমেদ সালেহীন ও গোয়ালন্দের রিটানিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
রাজবাড়ী সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর পেয়েছেন ১৫ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহম্মদ আলী চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৩৪৮ ভোট।
অন্যদিকে গোয়ালন্দে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ৬ হাজার ৯০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম (জগ প্রতীক) পেয়েছেন ৬ হাজার ২৮৭ ভোট।
উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় রাজবাড়ী সদর পৌরসভা নির্বাচন।
রুবেলুর রহমান/এসজে/জিকেএস