দেশজুড়ে

ফরিদগঞ্জ ও কচুয়ায় নৌকার প্রার্থী বিজয়ী

চাঁদপুরে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ও কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল আলম স্বপন বিজয়ী হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন।

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী পেয়েছেন ১৭ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী ১ হাজার ৭০৮ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন পেয়েছেন ৭১৮ ভোট।

অন্যদিকে কচুয়া পৌরসভা নির্বাচনে নাজমুল আলম স্বপন ১০ হাজার ২১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব প্রাঞ্জল পেয়েছেন ৯৯৫ ভোট। এছাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির প্রধান পেয়েছেন ৬৪৭ ভোট।

নজরুল ইসলাম আতিক/এসজে/জিকেএস