দেশজুড়ে

কচুয়ার প্রথম নারী কাউন্সিলর মাহারুন আল মিলি

চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে প্রথম নারী কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন মাহারুন আল মিলি। তিনি ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার ইতিহাসে এই প্রথম কাউন্সিলর পদে কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং বিজয়ী হলেন।

মাহারুন আল মিলি ৪৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন ব্ল্যাকবোর্ড প্রতীকে পেয়েছেন ৪০৭ ভোট।

মিলি বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনের সহধর্মিণী। তিনি ৫ নম্বর পশ্চিম জয়দেবপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল মান্নান পাটোয়ারীর মেয়ে। ১৭ বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে।

এর আগে মিলির শ্বশুর ইদ্রিস আলী ব্যাপারী তিনবার আট নম্বর কাদলা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন এবং একবার কচুয়া পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

জয় নিশ্চিত হওয়ার পর মাহারুন আল মিলির স্বামী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জনগণের এই রায়ে আমি অত্যন্ত আনন্দিত। এতদিন আমি জনগণের পাশে থেকে যে সেবা করেছি, এ ফলাফল তারই বহিঃপ্রকাশ।’

নজরুল ইসলাম আতিক/এসআর/জিকেএস