চতুর্থ ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের তিনটি পৌরসভা নির্বাচনে সবগুলোতে জয় পেয়েছেন আওয়ামী লীগমনোনীত মেয়র প্রার্থীরা।
বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে বাজিতপুর পৌরসভায় মো. আনোয়ার হোসেন আশরাফ, হোসেনপুরে মো. আ. কাইয়ুম খোকন ও করিমগঞ্জ পৌরসভায় হাজী মুছলেহ উদ্দিন মেয়র নির্বাচিত হন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে তিন পৌরসভার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী বাজিতপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আনোয়ার হোসেন বিএনপি প্রার্থীকে হারিয়ে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়া আনোয়ার হোসেন আশরাফ পেয়েছেন ১৪ হাজার ৬২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এহসান কুফিয়া পেয়েছেন ৬৯৭ ভোট।
অন্যদিকে, হোসেনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আ. কাইয়ুম খোকন ৭ হাজার ৫১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সৈয়দ হোসেন খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৪৪৫১ ভোট।
অপরদিকে, করিমগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাজী মো. মুসলেহ উদ্দিন ১০ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ মামুন পেয়েছেন ৫ হাজার ৫১ ভোট।
নূর মোহাম্মদ/এসজে/জেআইএম